ভোলায় কিশোর-তরুণদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:২৫

ভোলায় কিশোর-তরুণদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার।
ভোলায় কিশোর-তরুণদের সম্পৃক্ত করে জলবায়ু-সহনশীলতা ও জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে ভোলা সদর হাসপাতাল মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার শাহ আব্দুর রহিম নুরন্নবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া, ইউনিসেফের বরিশাল বিভাগীয় চীফ আনোয়ার হোসেন, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার সনজিত কুমার দাস, নিউট্রিশন অফিসার রমা শাহা, সুশীলনের ডেপুটি ডিরেক্টর শিরীনা আক্তার, প্রজেক্ট অফিসার পলাশ মোড়ল ও ইউনিসেফের যুব প্রতিনিধি আমানুল্লাহ পরাগ।
সেমিনারে ভোলা জেলার ২৫ জন কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী অংশগ্রহণ করে জলবায়ু পরিবর্তন ও এনডিসি বিষয়ে মতামত প্রদান করে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জাতীয় অভিযোজন পরিকল্পনায় চরম উষ্ণতা, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার মতো ১৪টি বড় ঝুঁকি চিহ্নিত করা হয়েছে।
তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, গ্রিনহাউস গ্যাস নির্গমণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং শিশু-কিশোরদের জীবনযাত্রায় এর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি।
প্যারিস চুক্তি, এনডিসি ও এনডিসি ৩.০-এর তাৎপর্য নিয়েও সেমিনারে আলোচনা হয়। বক্তারা বিশ্ব নেতাদের প্রতি কার্বন নিঃসরণ কমানো, অধিক বনায়ন, উপকূলীয় কৃষি উন্নয়ন ও স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।
এমবি