ভারতে পালানোর সময় ইমিগ্রেশনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:৩৯

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ আজাদ গ্রেপ্তার।
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার হয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সামাদ আজাদ। তিনি একাধিক মামলার পলাতক আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হয়। এরপর ডাটাবেজ যাচাই করে তার নামে একাধিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তিনি বর্তমানে জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ নিজেই স্বীকার করেন যে তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় একাধিক মামলা রয়েছে। এরপর তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের এক নেতাকে ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এমবি