Logo

সারাদেশ

ঝিনাইদহ সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৯:১২

ঝিনাইদহ সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ১১টার দিকে সামান্তা সীমান্তের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

তারা সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর গ্রামের জুলু মিয়ার পাট ক্ষেতের পাশে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত মালামাল মহেশপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। কোনো আটক বা গ্রেপ্তার হয়নি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর