Logo

সারাদেশ

গলাচিপায় বিদ্যালয়ের নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৯:১৬

গলাচিপায় বিদ্যালয়ের নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৩১ নং পূর্ব হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

বক্তারা জানান, বিদ্যালয়ের পুরাতন ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকার নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। ২০২৩ সালে এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ৩৮ লাখ টাকায় মো. গিয়াস উদ্দিন ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে। তবে কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও দুর্নীতির অভিযোগে এলাকাবাসী প্রতিবাদ করেন।

বৃষ্টির পানি ছাদ দিয়ে চুঁইয়ে পড়ে এবং দেয়াল থেকে ইট পড়ে পড়ার কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ বলে অভিভাবকরা অভিযোগ করেন। তারা দাবি করেন, চলমান ভবন অপসারণ করে নতুন, মানসম্পন্ন ভবন নির্মাণ করা হোক।

এলজিইডির গলাচিপা উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, সিডিউল অনুযায়ী কাজ চলছে এবং দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। প্রয়োজনে তদন্ত করা হবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর বলেন, দ্রুত তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন শিক্ষা প্রতিষ্ঠান জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর