Logo

সারাদেশ

গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৯:২০

গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি : সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ও বোয়ালী ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মিরাজ (৩) ও লামমিয়া (৪)।

বুধবার (২৩ জুলাই) দুপুরে বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের সালাম মিয়ার ছেলে লামমিয়া বাড়ির উঠানে খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে মারা যায়। স্থানীয়রা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে গিদারী ইউনিয়নের রেজিয়া বাজার এলাকার তারা মিয়ার ছেলে মিরাজ সকালে পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর