তাড়াশ-রানিরহাট সড়কের গাছ কাটা নিয়ে পরিবেশবিদদের উদ্বেগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৯:২৩
-6880e26bdfc6a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-রানিরহাট আঞ্চলিক সড়কের বেরখালী থেকে রানিরহাট পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের দুই পাশে ৩৮৯০টি গাছ কাটার পরিকল্পনা নিয়ে স্থানীয় পরিবেশবান্ধব ও নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
তালম ইউনিয়ন কৃষি রোপণ ও পরিচর্যা কমিটি ১৬ জুলাই পত্রিকায় দরপত্র আহ্বান করে, যার মাধ্যমে সর্বোচ্চ দরদাতা ২৯ জুলাইয়ের মধ্যে গাছগুলো কেটে নিতে পারবে। এসব গাছের মধ্যে প্রাকৃতিকভাবে জন্মানো নিম, বাবলা, কড়ি, বটসহ মূল্যবান প্রজাতিও রয়েছে।
পরিবেশকর্মী ও ভিলেজ ভিশনের উপদেষ্টা মো. সাইফুল ইসলাম বলেন, ‘গাছগুলো স্থানীয় ও প্রাকৃতিক, কিন্তু মালিকানা সমিতির না হওয়ায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ কাটা অযৌক্তিক।’
স্থানীয়রা আশঙ্কা করছেন, এসব গাছ কাটা হলে এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে এবং পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ পাখির বসবাসস্থল ক্ষতিগ্রস্ত হবে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ‘সড়ক জেলা পরিষদের আওতাধীন হওয়ায় গাছ কাটার সিদ্ধান্ত জেলা পরিষদের।’
সিরাজগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন জানান, এখনো গাছ কাটা বন্ধের জন্য আবেদন আসেনি, যুক্তিসঙ্গত আবেদন পেলে পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস