বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৯:৩২
-6880e48adc1ab.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঐক্য পরিষদের আয়োজন করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, ‘সরকার সবার জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করতে চায়, কিন্তু কেন কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে থাকবে? এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত, দ্রুত পরিবর্তন প্রয়োজন।’
মানববন্ধনে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক জহিরুল ইসলাম, সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক এস এম ফাহিম ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও দাবি করেন, একই বয়সের শিক্ষার্থীরা এক পাঠ্যক্রমে পড়লেও কেন শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরও সমান সুযোগ দেওয়া হোক।
মানববন্ধন থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।
এআরএস