Logo

সারাদেশ

শিশু ধর্ষণের দায়ে বিএনপি নেতার যাবজ্জীবন

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ২০:৪৮

শিশু ধর্ষণের দায়ে বিএনপি নেতার যাবজ্জীবন

‎বরিশালের সদর উপজেলায় শিশু (১৩) ধর্ষণের দায়ে রাসেল শরীফ (৩৫) নামে এক বিএনপিনেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত রাসেল শরীফ বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের আলী শরিফের ছেলে ও একই ইউনিয়নের ওয়ার্ড বিএনপিনেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান। মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০১৫ সালের ৭ নভেম্বর সকালে বরিশাল সদর উপজেলার একটি ইউনিয়নে বসতঘরের পশ্চিম পাশের খোলা জায়গায় ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করে রাসেল। ওই ঘটনায় রাসেলের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ১ জানুয়ারি আদালতে চার্জশিট প্রদান করেন। পরে আদালতের বিচারক ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

‎উল্লেখ্য, ঘটনার সময় ধর্ষিতা শিশুর বয়স ছিল ১৩ বছর এবং অভিযুক্ত রাসেলের বয়স ছিল ২৫ বছর। 

  • ‎গাজী আরিফুর রহমান/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর