বৃত্তি পরীক্ষায় বঞ্চনা : আন্দোলনের ডাক বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির

রংপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ২১:৪৭
-688104247fc1e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি।
বুধবার (২৩ জুলাই) দুপুরে রংপুর নগরীর লালকুঠি মোড়ে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাপরিচালক অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, ‘সরকারি নির্দেশনায় পঞ্চম শ্রেণির কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না, এটি চরম বৈষম্যমূলক সিদ্ধান্ত।’
তিনি বলেন, ‘এই পরিপত্র বাতিল না হলে আগামীকাল (২৪ জুলাই) সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে মানববন্ধন, সমাবেশ ও স্বারকলিপি পেশ করা হবে। এরপরও দাবি মানা না হলে ২৫ জুলাই সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি মো. আবু তালেব, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, শিক্ষা সচিব খায়রুল আলম, দপ্তর সচিব মো. লুৎফুল্লাহ এবং মহানগর সভাপতি জাহাঙ্গীর আলমসহ অনেকে।
সংগঠনটি জানিয়েছে, এই সিদ্ধান্ত শিশুদের আত্মবিশ্বাস ও মেধার স্বীকৃতির পথে বাধা তৈরি করবে এবং প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
সাহানুর রহমান/এআরএস