Logo

সারাদেশ

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১১:২৮

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ফরিদপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

ফরিদপুর-খুলনা মহাসড়কের করিমপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এখন পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতরা সবাই লোকাল বাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকাল বাসের তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাই। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর