Logo

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৩:৫৩

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

শিবচরে এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে ২ জন নিহত। ছবি : বাংলাদেশের খবর

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে কুতুবপুর ট্রেন স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালতা উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত ধলামিয়ার ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও একই গ্রামের মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৬)। তারা উভয়েই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে চলন্ত অবস্থায় একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতির একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাসুদ ও ফিরোজা মারা যান।

শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুস সালাম মিয়া বলেন, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর