নরসিংদীতে উপজেলা চেয়ারম্যান হত্যা, আসামি দুবাই থেকে গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৫:১৯
-(66)-6881fa99dda66.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর আলোচিত শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসীন মিয়া (৪৬)কে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০ জুলাই (রোববার) তাকে গ্রেপ্তার করে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পিবিআই নরসিংদীর কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।
গ্রেপ্তার মহসীন মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর গ্রামের মৃত আয়েছ আলীর ছেলে। তিনি শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার ২নং আসামি।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান তার নিজ বাড়িতে খুন হওয়ার পর ওই বছর ২৩ আগস্ট মামলার তদন্তভার গ্রহণ করে নরসিংদী পিবিআই। পরবর্তীতে এই হত্যা মামলার আসামি জহিরুল ইসলাম শরীফ মোল্লাকে বিদেশ পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করে পিবিআই। তার ১৬৪ ধারার জবানবন্দিতে পিবিআইয়ের কাছে স্বীকার করে, মামলার প্রধান আসামি আরিফ সরকারের পরিকল্পনায় মহসীন মিয়া, ইরান মোল্লা ও মোবারক হোসেন চেয়ারম্যানকে বাসভবনে গুলি করে। পরবর্তীতে তারা বিদেশে চলে যায়। এরপর নরসিংদী পিবিআই আসামিদের বিদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ পুলিশ হেডকোয়ার্টারে আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে পিবিআই নরসিংদীকে চিঠির মাধ্যমে ইন্টারপোল আসামিদের অবস্থান নিশ্চিত করে, আসামিরা দুবাই অবস্থান করছে। এর মধ্যে চলতি বছরের ৯ মার্চ এই মামলার আরেক আসামি মোবারক হোসেন ঢাকা থেকে গ্রেপ্তার হয়।
পরে ইন্টারপোলের রেড এলার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেপ্তার করে। দুবাই পুলিশের বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের একটি দল গত রোববার (২০ জুলাই) মহসিন মিয়াকে দেশে নিয়ে আসে। পরদিন ২১ জুলাই নরসিংদীর আদালতে নেয়া হলে মহসিন মিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেয়। এ নিয়ে আলোচিত উপজেলা চেয়ারম্যান হত্যা মামলাটির ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়া সহ আরও দু’জন। গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদ খানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার ৯৪ দিন পর ৩১ মে মারা যান বর্ষিয়ান রাজনীতিবিদ হারুনুর রশিদ খান। মৃত্যুর আগেই এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।
- সুমন রায়/এমআই