Logo

সারাদেশ

শিল্পাঞ্চল যেন ‘অপরাধীদের স্বর্গরাজ্য’

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৫:৩২

শিল্পাঞ্চল যেন ‘অপরাধীদের স্বর্গরাজ্য’

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়া। আর এই শিল্পাঞ্চল হচ্ছে দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে কাজের সন্ধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে পারি জমিয়েছে। কিন্তু এই শিল্পাঞ্চল শুধু শ্রমিকরাই নয়, সুযোগ হয়েছে অপরাধীদের আত্মগোপেন থাকারও। আর অপরাধীতো বসে থাকতে পারে না। তাদের কাজই যেন অপরাধ করা হয়। একের পর এক বিচ্ছিন্ন ঘটনা যেন তারই প্রমাণ দিচ্ছে। কোনোভাবেই অপরাধীদের লাগাম টানতে পারছে না পুলিশ-প্রসাশন। 

পারবেই বা কীভাবে, প্রায় ২০ লক্ষাধিক মানুষের বসবাস এই শিল্পাঞ্চলে। যেখানে প্রয়োজন অনুসারে পুলিশের সংখ্যা খুবই কম। যাও আছে যানবাহনের কারণে তারাও ঠিক মত যাতায়াত করতে পারছে না। তারপরে সড়কের বেহাল দশাতো আছেই। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে ভয়ংকর সব অপরাধীরা ।

চলতি বছরের প্রথম ৬ মাসে আশুলিয়ার অন্তত ৮টি হত্যাকাণ্ড, ৬টি গোলাগুলির ঘটনাসহ একাধিক ডাকাতির ও ছিনতাই ঘটনা ঘটেছে। যদিও ছিনতাই আশুলিয়ার নিত্যদিনের ঘটনা। এ বিষয়ে থানায় কেউ এখন আর অভিযোগ করেন না। বড় জোরে সবাই হারানোর জিডি করেন। শুধু মাত্র নিজের নিরাপত্তার চিন্তা করে।

হত্যাকাণ্ড
গত মাসের ১০ তারিখ আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বগাবাড়ি এলাকায় রাত সাড়ে তিনটার দিকে খোকন মিয়া ও তার স্ত্রী জাহিদা খাতুন ওরফে বন্যাকে চাকু দিয়ে ভয় দেখিয়ে একটি মোবাইল ছিনিয়ে নেয় মাসুদ। পরে খোকন তাকে ঝাপটে ধরলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাসুদ। এসময় খোকন ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করলে গত ১১জুন রাতে বাইপাইলে থেকে হত্যাকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

এরআগে গত ২০ এপ্রিল ভোর ৪টার দিকে আশুলিয়ার টংগাবাড়ীর রঙধনু মোড় এলাকায় পারিবারিক কলহের জেরে রোকসানা আক্তার রূপা ওরফে নূরানী (২২) নামের নারী পোশাক শ্রমিককে হত্যা করে তার স্বামী শাহীন খন্দকার ওরফে সোহাগ। পরে নিহতের লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করেন স্বামী সোহাগ।

এরপরে ৭ মে সকালে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জের ধরে রুবেল মন্ডল (৪০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রুবেল মন্ডল স্থানীয় ইউপি মেম্বার রুহুল আমিন মণ্ডলের ছোট ভাই। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২৬ মে রাত পৌণে ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি পশ্চিমপাড়া এলাকায় মাদকের টাকার জন্য নিজের গর্ভধারিণী মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে।

বছরের শুরু দিকে গত ২ জানুয়ারি দুপুর ২টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকার বাংলাদেশ বেতারের বাউন্ডারির ভেতর থেকে কাদামাটি চাপা দেওয়া হৃদয় (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে পুলিশের তদন্তে জানা যায়, গেমস খেলার জন্য মোবাইল ছিনিয়ে নিতেই বন্ধুদের হাতে খুন হয় বন্ধু হৃদয়।

গত ২৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা ‘সি ব্লক’ এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোমেনুল ইসলাম মোমিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পরে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করে পুলিশ।

গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে আশুলিয়ার জওহুর চান্দা এলাকায় এক বিল্ডিং বাড়ির ভাড়া কক্ষের ভিতর অজ্ঞাতনামা এক নারীর লাশ পাওয়া যায়। 

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর তার স্বামী পরিচয়দানকারী কৌশলে পালিয়ে যায়।

গত ৯ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় স্বর্ণ ব্যবসায়ী দীলিপ কুমার দাস (৪৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে অন্তত ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাত দলের সদস্যরা। সে সময় পাশের একটি বিকাশ এজেন্টের দোকানেও লুটপাট চালায় তারা।

গোলাগুলি
গত মাসের ২৯ তারিখ আশুলিয়ার গাজিরচট এলাকায় ভোর সাড়ে ৪ টার দিকে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলা গুলির ঘটনা ঘটে। এ সময় গুলির বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। জানা যায়, ১৮ বিঘা সম্পত্তি নিয়ে মো. আব্দুর রহিম ও মতিন খা'র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আব্দুর রহিম খান তার সম্পত্তি আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দুলাল ডাক্তারকে পাওয়ার দেন।

পাওয়ার নেয়ার পর থেকে দুলাল ডাক্তার ও মতিন খানের মধ্যে এ সংক্রান্ত বিরোধ চরম আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় ভোর রাতে  মতিন খান ও তার লোকজন তাদের অবস্থান জানান দেয়ার জন্য অপর পক্ষকে ভয়-ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ৪/৫ রাউন্ড পিস্তলের ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় অপর পক্ষও  কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এর আগে গত ৪ জুন ভোর সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার জামগড়া আব্বাসিয়া মার্কেট সামনে শরীফ চৌধুরী গ্রুপ ও মো. রিফাত গ্রুপের মধ্যে ঝুট ব্যবসা সংক্রান্তে পূর্ব শত্রুতার জের ধরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শরীফ চৌধুরীর গ্রুপের মো. রেজাউল করিম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে দুইটি গুলির খোসা উদ্ধার করেন।

গত ২৩ ফেব্রুয়ারি ভোর রাতে আশুলিয়ার জিরাবো নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদের দুই পায়ে গুলি করে দুর্বৃত্তরা। এসময় তার বাবা, মামা ও তার স্ত্রীও দুর্বৃত্তের হামলার শিকার হোন।

এরপরে ৪ ফেব্রুয়ারি বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকার প্রুডেন্ট ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা সংলগ্ন এলাকায় কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ গুলি ছোড়ার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে পুলিশ।

বছরের শুরুর দিকে গত ৯ জানুয়ারি বিকেল ৪ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকায় দাবিকৃত চাঁদা না দেয়ার জেরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সৈনিক ইসলাম শাহিন (২৬) কে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠে যুবলীগ নেতা আশিকের বিরুদ্ধে। পরে আহত শাহিনকে উদ্ধার করে প্রথমে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেয়া হল কর্তব্যরত চিকিৎসা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।

ডাকাতি
চলতি বছরের গত ১ মার্চ ভোররাতে আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাগপাই কম্পোজিট লিমিটেড নামের একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা ওই কারখানার ৩ কোটি টাকা মূল্যের ইলেক্ট্রিক সামগ্রীসহ অন্যান্য মালামাল লুট করে। 

এরপরে গত ৮ মার্চ নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রডভর্তি ট্রাক ছিনতাই করে। যদিও ঘটনার ৮ দিন পর লুণ্ঠিত রড ভর্তি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে।

অস্ত্রসহ গ্রেপ্তার
চলিত বছরের ১৯ এপ্রিল বিকেলে গাজীপুরের পুবাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী জিয়া দেওয়ান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জিরাবো এলাকার একটি কবরস্থান থেকে বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

এর আগে ১১ ফেব্রুয়ারি রাত ৮ টা থেকে বুধবার ভোর পর্যন্ত আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। যাদের বেশিরভাগই অস্ত্রধারী সন্ত্রাসী বলে জানা যায়। 

অন্যান্য
গত ৩০ জুন রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার জামগড়ার সরকার মার্কেট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঘাড়কাটা জুয়েল গ্ৰুপ ও রাজকুমার রাজু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ঘাওয়ার ঘটনা ঘটে। এসময় রাজকুমার রাজুর গ্রুপের ৪ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় একপক্ষ, অন্য পক্ষের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ করলেও পুলিশ জানায় সেখানে গুলি বিনিময়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

এর আগে ৮ মে বিকেলে আশুলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা একটি স্কুল ব্যাগ থেকে পিস্তল- হাত বোমা, দুই রাউন্ড গুলি ও ২টি দেশিও রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তার আগে গত ৪ মে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকায় দিন-দুপুরে পোশাক শ্রমিক রুহুল আমিনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় রুহুল আমিন আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

গত ২৩ মার্চ বিকেল ৩টার দিকে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে দুষ্কৃতকারী। এ হামলার পিছনে চাঁদাবাজদের হাত ছিল বলে জানা যায়।

এছাড়াও শিল্পাঞ্চল আশুলিয়ায় মাদক কারবারিদের অবাধ বিচরণ রয়েছে। হাত বাড়ালেই মিলছে যেকোনো ধরনের মাদকদ্রব্য।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার সকল ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি এবং সকল ধরনের অপরাধীদের ধরতে আমাদের অভিযান চলমান।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির (সাভার সার্কেল) বলেন, আশুলিয়ার যে সকল অপরাধ সংগঠিত হয়েছে, তার দু-একটা ঘটনা ছাড়া সকল ঘটনারই আসামি আমরা গ্রেপ্তার করেছি। আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের মধ্যে আশুলিয়া থানাধীন এলাকা হচ্ছে একটি ক্রাইম জোন। এই এলাকায় দেশের বিভিন্ন জেলার লোকজন বসবাস করে।

হাসান ভুঁইয়া/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন অপরাধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর