Logo

সারাদেশ

মাইলস্টোনের নিহতদের স্মরণে পটুয়াখালী প্রেসক্লাবে দোয়া মাহফিল

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৬:৫৭

মাইলস্টোনের নিহতদের স্মরণে পটুয়াখালী প্রেসক্লাবে দোয়া মাহফিল

ছবি : বাংলাদেশের খবর

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন পটুয়াখালী কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।

আয়োজকরা জানান, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে এই কর্মসূচি নেয়া হয়েছে।’

মোজাহিদুল ইসলাম নান্নু্/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর