বগুড়ায় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:১৪
-(68)-6882159a511ec.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়া পৌরসভার ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ঝোপগাড়ী-বড়কুমিড়ার প্রায় দেড় কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ।
সরেজমিন ঘুরে দেখা যায়, ঝোপগাড়ী হাজিপাড়া থেকে শুরু করে বড়কুমিড়া পর্যন্ত পুরো সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও কার্পেটিং উঠে মাটি বেরিয়ে পড়েছে, আবার কোথাও গর্তে জমে থাকা পানিতে পথচারীরা হাঁটতেও পারছেন না। বৃষ্টির দিনে সড়কটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে।
এই সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্কুলগামী শিশু, বৃদ্ধ, নারী ও রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ্ব বয়সী জাহিদুল ইসলাম বলেন, ‘বর্ষা মৌসুমে রাস্তাটি দিয়ে রিকশা তো দূরের কথা, পায়ে হেঁটেও চলতে হয় জীবনঝুঁকি নিয়ে। রাস্তার এই অবস্থার কারণে আমাদের এলাকায় কেউ আসতেও চায় না।’
একই এলাকার আমিনুর রহমান তালুকদার বলেন, ‘রাস্তাটিতে শত শত গর্ত হয়েছে। প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছি। নির্দিষ্ট সময়ে কোথাও পৌঁছানো যায় না।’
সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ওয়াহিদ আহমেদ মহিদ বলেন, ‘এ সড়ক দিয়ে কলেজে যেতে খুব কষ্ট হয়। মাঝেমধ্যে কাদায় পড়ে যাই। এখন তো পুরো রাস্তাই পানির নিচে।’
অটোরিকশাচালক নূর আলম বলেন, ‘এই সড়ক দিয়েই যাত্রী ও পণ্য বহন করি। কিন্তু রাস্তায় এত গর্ত যে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। প্রায়ই অটোরিকশা মেরামত করতে হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
এ বিষয়ে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ বাংলাদেশের খবরকে বলেন, ‘আপনাদের মাধ্যমে এই সড়কের বেহাল দশার কথা জানতে পারলাম। যেহেতু এটি আমাদের চলতি প্রকল্পে অন্তর্ভুক্ত নয়, তাই পৌরসভার রাজস্ব খাত থেকে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’
- জুয়েল হাসান/এমআই