প্রাথমিক বৃত্তিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে দেশজুড়ে মানববন্ধন

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:১৯
-688216a6c559e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঘোষিত বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় সারাদেশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে টাঙ্গাইল, জয়পুরহাট, দিনাজপুরের হিলি ও গাজীপুরের শ্রীপুরসহ বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসব কর্মসূচি থেকে বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা।
বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
টাঙ্গাইল : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঘোষিত বৃত্তি পরীক্ষায় দেশের ৬০ হাজার কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ জানিয়েছে টাঙ্গাইলের শিক্ষকরা।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে টাঙ্গাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেসব সুবিধা পাচ্ছে, সেগুলোর কোনটাই ছাড়াই কিন্ডারগার্টেনগুলো সরকারকে সহায়তা করছে। অথচ বৃত্তি পরীক্ষায় এই শিক্ষার্থীদের বাদ দিয়ে চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে। দ্রুত এই পরিপত্র বাতিল করে সবাইকে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।
জয়পুরহাট : একই দাবিতে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
জেলা বেসরকারি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সুফিয়া সুলতানার সভাপতিত্বে বক্তারা বলেন, বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার উৎস। তাদের বঞ্চনা জাতীয় শিক্ষানীতির সাম্যের পরিপন্থী। পরে তারা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হাকিমপুর কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় হিলি চারমাথা মোড়ে মানববন্ধন হয়। ১৯টি প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা এতে অংশ নেন।
বক্তারা বলেন, সরকার ঘোষিত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করেও তারা বঞ্চিত হচ্ছেন। তারা স্মারকলিপিতে বলেন, বৈষম্যমূলক পরিপত্র বাতিল না হলে এটি শিক্ষার্থীদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুর উপজেলায় তিন শতাধিক কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
বক্তারা জানান, দেশের ১৬ লাখ শিক্ষার্থীর মধ্যে ১৩ লাখই কিন্ডারগার্টেনভুক্ত। অথচ বৃত্তি পরীক্ষায় বাদ পড়ছে তাদের সিংহভাগ। বক্তারা দ্রুত নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানান।
এ সময় বিএনপি নেতা অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘৭০ শতাংশ শিক্ষার্থী কিন্ডারগার্টেনে পড়ালেখা করেও বৃত্তির বাইরে থাকবে, এটা অযৌক্তিক। যারা এই সিদ্ধান্ত নিয়েছে, আশা করি তারা সুবিবেচনায় আসবে।’
এআরএস