Logo

সারাদেশ

শাহরাস্তির ডাকাতির রহস্য উন্মোচন, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:২৬

শাহরাস্তির ডাকাতির রহস্য উন্মোচন, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার কেরানীগঞ্জ থানার আব্দুল মালেক আকন (৬০), কুষ্টিয়ার কুমারখালীর মো. সোহেল রানা ওরফে শাওন (৩৯), আশুলিয়ার মো. সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২) এবং অপর একজনের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ডাকাতির সময় লুট হওয়া ৫৬৫ প্যাকেট সিগারেট, ৫টি মোবাইল ফোন ও ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গত ৮ জুলাই শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারের ‘মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে’ হামলা চালিয়ে নাইটগার্ডকে বেঁধে মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ওই দিনই প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন থানায় মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফুর রহমানের তত্ত্বাবধানে শাহরাস্তি থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নামে। বুধবার লক্ষ্মীপুর, গাজীপুর ও ঢাকায় চালানো অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

এসপি রকিব জানান, ডাকাতির ঘটনায় সাতজন জড়িত। এর মধ্যে তিনজন ঢাকায় অন্য মামলায় গ্রেপ্তার, বাকিদের চাঁদপুরে আনা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে। তদন্ত শেষে তাদের আদালতে পাঠানো হবে।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর