Logo

সারাদেশ

জয়পুরহাটে ঝড়, বজ্রপাত ও ট্রেনে কাটা পড়ে নিহত ৩

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:৩০

জয়পুরহাটে ঝড়, বজ্রপাত ও ট্রেনে কাটা পড়ে নিহত ৩

ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাটে বৃহস্পতিবার (২৪ জুলাই) পৃথক তিনটি পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা ঝড়ের গাছচাপা, বজ্রপাত ও ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

পাঁচবিবি উপজেলার আটাপুর গ্রামের সজল মিয়া (৩৫) ঝড়ের সময় টিনের ছাউনির নিচে আশ্রয় নিয়েছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে উচাই বাজার এলাকায় একটি আমগাছ ভেঙে ছাউনির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই সজল নিহত হন।

ক্ষেতলাল উপজেলার সহলাপাড়া গ্রামে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মারা যান গাইবান্ধার সুন্দরগঞ্জের জসিম উদ্দিন (২৫)। সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে কাজ করছিলেন তিনি। স্থানীয়রা ফসলি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

অপরদিকে, দুপুর পৌনে ২টার দিকে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর রবিদাসপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তি চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেনের নিচে কাটা পড়েন বলে জানা গেছে।

এআরএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত বজ্রপাত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর