Logo

সারাদেশ

রুহুল কবির রিজভী

মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:৩৬

মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরী করে রেখেছে মব কালচার।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কেউ অপরাধ করলে আইনের হাতে তুলে দেওয়ার আহবানও জানাই।’

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রসঙ্গে রিজভী বলেন, ‘আন্দোলনের সময় বিএনপির নেতারা লুকিয়ে আশ্রয় নিয়েছে, সে সময় পুলিশ সেখান থেকে ধরে এনেছে। সেই পুলিশ যোগ্যতা এখন কোথায়?’

তিনি আরও বলেন, ‘সংবিধানে এই বিধানও থাকা দরকার যে যারা কমিশনার নিযুক্ত হবেন, তাদের নিরপেক্ষতা যে অক্ষন্ন থাকে। যে চেতনায়ই তারা বিশ্বাসী হোক যেন আল্লাহকে ভয় পেয়ে নিরপেক্ষ দায়িত্ব পালন করেন। তার দল ও চেতনার উপর যেন নির্ভর না হয়। এগুলো আমাদের বিবেচনায় নিয়েই কাজ করতে হবে। এটা যদি না হয় আমরা আবারও পিছিয়ে পরবো। আবারও নানা ফাঁক দিয়ে, নানা ছিদ্রপথ দিয়ে গণতন্ত্র বিরোধী সর্বনাশা শক্তির পুনরুদ্ধার করতে পারে।’

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এবং জাসাসের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

শাহরিয়ার খান সাকিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর