সাজেকে পাহাড় ধসে যান চলাচল বন্ধ, আটকা ৪ শতাধিক পর্যটক

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:৪৭
-68821d4dd756b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেক ভ্রমণে আসা অন্তত ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, বৃহস্পতিবার রাতের ভারী বর্ষণে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
নন্দারাম এলাকায় সবচেয়ে বেশি পরিমাণ মাটি ধসে পড়েছে। ফায়ার সার্ভিস সড়ক পরিষ্কারে কাজ শুরু করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ভেকু পাঠানো হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘সড়কের তিনটি স্থানে বড় পাথর ও গাছ পড়ে আছে। স্থানীয়দের কাজে লাগানো হয়েছে। তবে ভারী যন্ত্রপাতি ছাড়া এগুলো সরানো সম্ভব নয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’
পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
এআরএস