Logo

সারাদেশ

মাগুরায় বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:৫২

মাগুরায় বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯৮২ পিস ইয়াবাসহ মো. শাকিল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

বুধবার (২৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ঢাকা থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যাগে রাখা ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার শাকিল কক্সবাজারের রামু উপজেলার দারিয়াদীঘী গ্রামের বাসিন্দা। তিনি পেশাদার মাদক পরিবহনকারী বলে জানিয়েছে র‍্যাব। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর