Logo

সারাদেশ

মৌলভীবাজারে ৩ দিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:৫৮

মৌলভীবাজারে ৩ দিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ছবি : সংগৃহীত

লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মৌলভীবাজার জেলা সদরের গীর্জাপাড়া ও শমসেনগর ১১ কেভি ফিডারে তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ সাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শনিবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি লাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে ১১ কেভি গীর্জাপাড়া ও শমসেনগর ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিদ্যুৎবিহীন থাকবেন মৌলভীবাজারের কোর্ট রোড, গীর্জাপাড়া, চৌমুহনা, সাবিয়া, গুজারাই, শান্তিবাগ, শাহ মোস্তফা রোড, সৈয়ারপুর, শমসেরনগর রোড, কার্তিক চন্দ্র রোড, রিয়াছত উল্লাহ রোড, পূর্ব সুলতানপুর, শ্যামলী রোড, মাতারকাপন, মাইজপাড়া, বর্ষিজোড়া, শিমুলতলা, মনুব্রিজ, ধনাশ্রী ও হাসানপুর এলাকার বাসিন্দারা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর