কালিয়াকৈরে জুলাই বিপ্লব মামলার আসামি গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:০২
-688220bd752d6.jpg)
ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর থেকে ‘জুলাই বিপ্লব’ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাটিকাটা রেললাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার চোখমাকরা গ্রামের আজিজুল হকের ছেলে জেলাল উদ্দিন। তিনি দীর্ঘদিন কালিয়াকৈরের ‘টাইগারের বাড়ি’তে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকার টঙ্গী-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর আনসার একাডেমির সামনে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এআরএস