মান্দায় বস্তাবন্দি নাটক সাজিয়ে সৎ ভাইকে ফাঁসানোর অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:১১
-688222f2e8239.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৎ ভাইকে ফাঁসাতে বস্তাবন্দি নাটক সাজানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা মোড়ে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ভুক্তভোগী নাসির উদ্দিন মোল্লা। বক্তব্য রাখেন নাজমুল, ইয়াদ আলী দেওয়ান, সাহারুল দেওয়ান ও রাকিব মণ্ডল।
বক্তারা অভিযোগ করেন, মৃত সানাউল্লা মোল্লার ছেলেরা—সৎ ভাই নাসির উদ্দিন ও আব্দুল আজিজ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় আব্দুল আজিজ পূর্বপরিকল্পিতভাবে নিজেকে বস্তায় ভরে নাটক সাজিয়ে নাসির উদ্দিন গংদের বিরুদ্ধে মিথ্যা মামলার ফাঁদ পেতে রাখেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত সোমবার সকালে তালপাতিলা মোড়ের উত্তর পাশে চকগোরাং বিলের কাদা-পানিতে আব্দুল আজিজকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বস্তাবন্দি পাওয়া যায়। তার আগের দিন রাত থেকে তিনি ‘নিখোঁজ’ ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।
ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ‘বস্তাবন্দি নাটক’-এর প্রকৃত রহস্য উদঘাটন ও দায়ীদের বিচারের দাবি জানান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি প্রাথমিকভাবে রহস্যজনক মনে হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এআরএস