শিক্ষার্থীদের দাবির মুখে
আজিজুল হক কলেজের রেলগেটে গেটম্যান নিয়োগ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:৩০
-(71)-6882276b4db98.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মোস্তাকিমের মর্মান্তিক মৃত্যুর পর আন্দোলনের মুখে অবশেষে বগুড়ার এই কলেজের সামনে রেলগেটে দুজন গেটম্যান নিয়োগ দিয়েছে রেল কর্তৃপক্ষ। দীর্ঘদিনের দাবির বাস্তবায়নে স্বস্তি ফিরে পেয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বগুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সরকারি কিছু প্রক্রিয়ার কারণে সময় লেগেছে। তবে শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা গেটম্যান নিয়োগ দিয়েছি। অল্প সময়ের মধ্যেই রেলগেট নির্মাণের কাজ শুরু হবে।’
এর আগে ৬ জুলাই বগুড়া আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মোস্তাকিম রেললাইনে দুর্ঘটনায় নিহত হন। অরক্ষিত রেলগেটেই এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
প্রথমে কলেজ প্রশাসন, জেলা প্রশাসন ও রেলওয়ের কাছে স্মারকলিপি দিলেও কোনো সুরাহা না হওয়ায় তারা রাজপথে নামেন। একপর্যায়ে বগুড়া রেলস্টেশনে অবরোধে আটকা পড়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ও একটি কমিউটার ট্রেন। কাহালু স্টেশনে আটকে যায় পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস।
শত শত যাত্রী ভোগান্তিতে পড়লে রেল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে সাত দিনের সময় চায়। শিক্ষার্থীরা জানিয়ে দেন-এ সময়ের মধ্যে গেটম্যান নিয়োগ ও রেলগেট স্থাপন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে।
অবশেষে আন্দোলনের চাপে কর্তৃপক্ষ দুইজন গেটম্যান নিয়োগ দেয়, শিক্ষার্থীরাও শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তবে এই স্বস্তির মাঝেও শিক্ষার্থীদের মুখে রয়েছে মোস্তাকিমকে হারানোর বেদনা।
- জুয়েল হাসান/এমআই