-6882302bb2356.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার ৫৫০ পিস কুপিজেসিক ইনজেকশন, ৭৪ বোতল ফেনসিডিল ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করে হিলি সিপি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।
হিলি সিপি বিওপির কোম্পানি কমান্ডার অসীম মারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সীমান্তে ওঁৎ পেতে ছিল। ভোররাতে দুইজন চোরাকারবারিকে বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় তারা বস্তা ফেলে দ্রুত ভারতের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাদকভর্তি দুইটি বস্তা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ১৩ লাখ ১৬ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
এআরএস