Logo

সারাদেশ

আ.লীগ সেজে মিছিলের অভিযোগে দেবহাটায় ছাত্রনেতা বহিষ্কার

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৯:২৯

আ.লীগ সেজে মিছিলের অভিযোগে দেবহাটায় ছাত্রনেতা বহিষ্কার

ছবি : সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় আওয়ামী লীগের স্লোগান দিয়ে রাতে মিছিল বের করার অভিযোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর উপজেলা আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেন সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. আরাফাত হোসেন।

গত ১৬ জুলাই রাতে চিনেডাঙ্গা এলাকায় হেলমেট ও মাস্ক পরে একটি মিছিল বের হয়। সেখানে 'জয় বাংলা' ও বিএনপি-জামায়াতবিরোধী স্লোগান দেওয়া হয়। পরে মিছিলের অস্পষ্ট ভিডিও ফেসবুকে পোস্ট করেন মুজাহিদ, যেখানে আওয়ামী লীগকে হুমকিও দেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা যায়, মিছিলের ভেতরে মুজাহিদ ছাড়াও স্থানীয় জামায়াত নেতা সোলায়মান হোসেন অংশ নেন। জামায়াতের পক্ষ থেকেও এ বিষয়ে তদন্ত চলছে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয়রা বলছেন, উদ্দেশ্য ছিল এলাকায় ভীতি ছড়িয়ে আওয়ামী লীগ কর্মীদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করা। এ ঘটনার পর পুলিশি অভিযান শুরু হলে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা আতঙ্কে পড়েন।

প্রসঙ্গত, ৫ আগস্ট ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত ছিলেন মুজাহিদ। কিছুদিন আগেই সেনাবাহিনীর হাতে তার তিন সহযোগী গ্রেপ্তার হয়। ফেসবুকে নিজেকে ‘রাষ্ট্রপতি’ ঘোষণা দিয়েও সমালোচিত হন তিনি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর