লালমনিরহাটে পানির অভাবে ভরা বর্ষায়ও পাট জাগ দিতে পারছেনা কৃষকরা

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৯:৩৬
-688236df059e7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটের কালীগঞ্জে ভরা বর্ষাতেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় খাল-বিল ও ডোবা শুকিয়ে গেছে। ফলে পাট জাগ দিতে না পেরে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।
আষাঢ় শেষে শ্রাবণের শুরুতেও বৃষ্টির দেখা না মেলায় জমিতে পাট কাটার উপযোগী হলেও কৃষকরা তা কেটে জাগ দিতে পারছেন না।
কেউ কেউ বাধ্য হয়ে অপরিষ্কার পানিতে পাট জাগ দিচ্ছেন, এতে আঁশের রঙ কালচে হয়ে যাচ্ছে এবং বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাঁপারতল এলাকার কৃষক শাহিনুর মিয়া জানান, তিনি এক বিঘা জমিতে পাট চাষ করলেও পানির অভাবে তা জাগ দিতে পারছেন না।
রুদ্রেশ্বর এলাকার কৃষক ইয়াকুব আলী ও রায়হান মিয়া বলেন, সামান্য বৃষ্টি হলেও জমিতে পানি জমছে না। কেউ কেউ অতিরিক্ত খরচ করে কয়েক কিলোমিটার দূরে জলাশয়ে পাট জাগ দিচ্ছেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, এ বছর উপজেলার ৮ ইউনিয়নে ৩৮০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ৮০ ভাগ জমির পাট কাটা হয়েছে। দু-চার দিনের মধ্যে বৃষ্টি হলে সমস্যার অনেকটাই সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, পাটের পাতা পচে জমিতে জৈব সার তৈরি হয়, যা জমির উর্বরতা বাড়ায়।
এআরএস