Logo

সারাদেশ

সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে লক্ষ্মীপুরে প্রশিক্ষণ কর্মশালা

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৯:৪৯

সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে লক্ষ্মীপুরে প্রশিক্ষণ কর্মশালা

ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

মাল্টিমিডিয়া সাংবাদিকতার আধুনিক কৌশল, মোবাইল সাংবাদিকতা, ভিডিও সম্পাদনা, ডিজিটাল কনটেন্ট প্রোডাকশন এবং অনলাইন রিপোর্টিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

বিশেষ অতিথি ছিলেন পিআইবি প্রশিক্ষক ও বাংলা ভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ এবং জেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল।

সাংবাদিকদের অনেকেই জানান, মাল্টিমিডিয়া দক্ষতা অর্জন সময়ের দাবি। এ ধরনের প্রশিক্ষণ পেশাগত উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর