বগুড়ায় চুরি হওয়া মাছের খাবারের ট্রাক রূপগঞ্জে যুবদল নেতার দোকান থেকে উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৯:৫৪
-68823b1e68aae.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়া থেকে চুরি হওয়া মাছের খাবারবোঝাই ট্রাকের ৪৬৬ বস্তা মালামাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) রাতে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকায় স্থানীয় যুবদল নেতা কাউসার মিয়ার দোকানে অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করা হয়।
তবে অভিযুক্ত কাউসার মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপার তুষারকে গ্রেপ্তার করা হয়।
বগুড়ার শেরপুর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, গত ২২ জুলাই বগুড়ার শাহজাহানপুরের জামুন্না কোয়ালিটি ফিড কারখানা থেকে ৭১৪ বস্তা মাছের খাবার কুমিল্লার চান্দিনায় পাঠানো হয়। পথে ট্রাকচালক ও হেলপার মালামাল আত্মসাৎ করে তা মাত্র ২ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন। মালামাল না পৌঁছানোয় ট্রাক মালিক থানায় মামলা করেন।
হেলপার তুষারকে গ্রেপ্তার করে তার দেয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জে অভিযান চালানো হয়। তবে সব মালামাল এখনও উদ্ধার হয়নি।
এদিকে এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আবু কাউসার সন্ত্রাসী হামলার মুখে পড়েন। দোকান থেকে ছবি ও ভিডিও সংগ্রহ করে ফেরার পথে যুবদল নেতা কাউসারের নেতৃত্বে একটি দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল থেকে সব ছবি-ভিডিও মুছে ফেলতে বাধ্য করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সাংবাদিককে হুমকির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আকাশ/এআরএস