Logo

সারাদেশ

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ আজ

Icon

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৮:৫৩

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ আজ

সিলেটে আজ জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে প্রথমবারের মতো চায়ের দেশে সফরে আসছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

এনসিপি সূত্র জানিয়েছে, শুক্রবার (২৫ জুলাই) বিকেল পাঁচটায় নগরের চৌহাট্টা মোড় থেকে কর্মসূচিটি শুরু হয়ে আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে আবার চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান জানান, আজকের পদযাত্রায় উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

তিনি আরও বলেন, কর্মসূচিটি ঘিরে সারাদেশে যেমন সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে, তেমনি কিছু মহল অপপ্রচার চালানোর চেষ্টা করেছে। কিন্তু সেই অপপ্রচার জনগণ ব্যর্থ করে দিয়েছে। তিনি সিলেটের এনসিপির এ কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন। তিনি কর্মসূচিতে সিলেটবাসীকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কেন্দ্রীয় নেতাদের সিলেটে প্রথমবার আগমন ও কেন্দ্রীয় কর্মসূচির সার্বিক বিষয় এবং নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করেছেন নাজিম।

  • আরএইচডি/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সারজিস আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর