Logo

সারাদেশ

সিলেটে বৈছাআ নেতাকে ছুরিকাঘাত, আটক ১

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৩:২৩

সিলেটে বৈছাআ নেতাকে ছুরিকাঘাত, আটক ১

ছবি : বাংলাদেশের খবর

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট মহানগর শাখার সংগঠক তৌফিক ওমর তানভীর (২১)-কে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মহানগরের মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মারুফ আহমেদ (১৮) নামে এক তরুণকে আটক করা হয়েছে। সে সিলেট মহানগরের আখালিয়া এলাকার নোয়াপাড়ার ১/৪ নম্বর বাসার আনসার আলীর ছেলে।

আটকের বিষয়টি শুক্রবার (২৫ জুলাই) সকালে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

তৌফিক ওমর তানভীর বৈছাআর একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত। তার ওপর হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও শিক্ষার্থী মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক মারুফ আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্তসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর