Logo

সারাদেশ

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৫:৪৪

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ছবি : সংগৃহীত

ফেনীর পরশুরাম উপজেলার বাশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আফছার (৩১) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

নিহতরা হলেন- মো. মিল্লাত হোসেন (২১) ও মো. লিটন (৩২)। মিল্লাত পরশুরাম পৌরসভার বাশপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে এবং লিটন একই গ্রামের গাছি মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে বাশপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

ফেনী জেনারেল হাসপাতালে মিল্লাতের মরদেহ রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে, গুলিবিদ্ধ লিটনকে ভারতের ত্রিপুরার বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩-এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে যান মিল্লাত, লিটন, আফছার ও তাদের সহযোগীরা। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। অন্যদিকে, লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে। এদিকে, লিটনের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এম. এমরান পাটোয়ারী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএসএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর