Logo

সারাদেশ

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৫:৫৪

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভাটিবালিয়াপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মোহাম্মদ সাব্বির (২৩) ও একই এলাকার ফজলুর করিমের ছেলে মোহাম্মদ ইউনুস।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বালিয়াপাড়া এলাকায় একটি ডাকাত দল সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় দুইজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

  • এন বি আকাশ/এমআই 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর