Logo

সারাদেশ

সুনামগঞ্জে সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৬:১৪

সুনামগঞ্জে সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী বাঙ্গালভিটা এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানপণ্য জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জব্দ করা এসব শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড়ের বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই দফায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। এতে অংশ নেয় বিজিবির বাঙ্গালভিটা বিওপির সদস্য, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা এনএসআই-এর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরছড়া এলাকার সীমান্ত পিলার ১১৯০/১৭-এস-এর নিকটবর্তী স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৭১২ পিস শাড়ি, ২০ পিস লেহেঙ্গা ও ১২০০ গজ থান কাপড় উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানিয়েছে, জব্দ করা কাপড়গুলো শুল্ক গোডাউনে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

ইমাম হোসেন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর