পাবনায় মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

পাবনা (বেড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৬:৩১
---2025-07-25T163055-68835d12699e5.jpg)
পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে ধর্মীয় মতবিরোধকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সকালে গ্রামে ‘মিলাদ কায়েম’ অনুষ্ঠান ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একটি মসজিদে ভাঙচুরও চালানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ তিন-চার বছর ধরে গ্রামের দুই পক্ষের মধ্যে ধর্মীয় রীতিনীতি-বিশেষ করে ‘মিলাদ কায়েম’ অনুষ্ঠানে দাঁড়িয়ে দরুদ পাঠ করা-নিয়ে মতবিরোধ চলে আসছিল। একটি পক্ষ দাঁড়িয়ে দরুদ পাঠ করাকে সম্মানের বহিঃপ্রকাশ মনে করলেও, অপরপক্ষ একে শরিয়তবিরোধী বিদআত দাবি করে এর বিরোধিতা করে আসছে।
প্রথমে মতবিরোধ সীমিত থাকলেও সময়ের সঙ্গে তা গভীর বিভাজনে রূপ নেয়। একপর্যায়ে গ্রামে পৃথক দুটি মসজিদ প্রতিষ্ঠিত হয়। ঈদের নামাজ, জানাজা, ওয়াজ মাহফিল, এমনকি পারিবারিক অনুষ্ঠানও আলাদা হয়ে পড়ে।
শুক্রবার সকালে একটি পক্ষ মসজিদে দাঁড়িয়ে মিলাদ আয়োজন করলে, বিরোধীপক্ষ তা ঠেকাতে গেলে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ২০ জন আহত হন। তাঁদের কয়েকজনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় একটি মসজিদের কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।
এ বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ধর্মীয় ইস্যু থেকেই এই উত্তেজনার সূত্রপাত। আমরা দুই পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
- মো. বাবুল হোসেন/এমআই