কুয়াকাটায় স্রোতে ভেসে যাচ্ছিলেন পর্যটক, প্রাণে রক্ষা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৭:১৭

ছবি : বাংলাদেশের খবর
কুয়াকাটার সৈকতে গোসলে নেমে সমুদ্রের প্রবল জোয়ারে ভেসে যাচ্ছিলেন ঢাকার এক তরুণ পর্যটক। তাৎক্ষণিকভাবে এক সাহসী জেলের অভিযানে প্রাণে রক্ষা পান তিনি।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম পাশে গোসলে নামেন তানভীর (২৩)। তিনি ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। গোসলের সময় হঠাৎই প্রবল স্রোতে ভেসে যান তিনি। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় জেলে আলতাফ হোসেন দ্রুত সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তানভীরকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
পরে তানভীর অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
প্রত্যক্ষদর্শী সেলিম মাহমুদ বলেন, তানভীর গোসলের সময় কোনো ধরনের সতর্কতা মানেননি। দ্রুত উদ্ধার করা না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।
এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর জয়ন্ত কুমার মন্ডল বলেন, তানভীর নামের এক পর্যটককে স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। বিষয়টি আমরা জেনেছি, খোঁজখবর নিচ্ছি।
উল্লেখ্য, কুয়াকাটা সৈকতে জোয়ারের সময় সতর্কতা না মানার কারণে পূর্বেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা নিয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এমবি