Logo

সারাদেশ

গাইবান্ধায় থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, ছুরিকাঘাতকারীর মরদেহ উদ্ধার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৭:১৭

গাইবান্ধায় থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, ছুরিকাঘাতকারীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে এক এএসআইয়ের ওপর ছুরিকাঘাত করেছে এক অজ্ঞাত যুবক। পরে পালানোর সময় থানার পাশের একটি পুকুরে ঝাঁপ দেন তিনি। শুক্রবার (২৫ জুলাই) সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে।

পুলিশ জানায়, রাতে ডিউটির সময় হঠাৎ এক যুবক সাঘাটা থানার ভেতরে ঢুকে দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করেন। এরপর তিনি থানার অস্ত্রাগারে থাকা রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। হামলার পরপরই তিনি থানার পেছনে সাঘাটা হাই স্কুলসংলগ্ন একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন।

পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালায়। তবে রাত ১২টা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার সকালে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আহত এএসআই মহসিন আলীকে তাৎক্ষণিকভাবে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

সাঘাটা থানার ডিউটি অফিসার এএসআই লিটন মিয়া বলেন, ‘হামলার কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

  • আতিকুর রহমান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর