
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। ছবি : বাংলাদেশের খবর
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ভারত কখনো বাংলাদেশের ভালো চায়নি, আর কখনো চাবেও না। দেশটি সব সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে। ভারত নিজের স্বার্থই সব সময় আগে দেখে। তারা কখনো বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেয়নি, ভবিষ্যতেও দেবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঝাড়ুয়ার বিল নামক স্থানে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, ভারতের নীলনকশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান স্বৈরাচারী খুনি হাসিনা একে একে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে নেতৃত্বশূন্য করার পাঁয়তারা করেছিল। কিন্তু আল্লাহর রহমতে তারা তা করতে পারেনি।
তিনি আরও বলেন, লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে আমাদের নেতাদের হত্যা করে তাদের লাশের ওপর উল্লাস করেছিল আওয়ামী লীগ। তারপরও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দমে যায়নি। আমাদের সাহসী ছেলেরা জুলাই-আগস্টে নিজের জীবন দিয়ে খুনি হাসিনা ও তার দোসরদের শায়েস্তা করেছে। তারা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। সেই বাংলাদেশকে আমাদের ধরে রাখতে হবে। আর কোনো জুলুমবাজ, চাঁদাবাজ, অত্যাচারী ও দুশমনদের হাতে দেশ ছেড়ে দেওয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের সেই শপথকে বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ।
সুধী সমাবেশে ইউনিয়ন সভাপতি শামসুল ইসলাম মিলিটারির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, বদরগঞ্জ উপজেলা আমির কামরুজ্জামান, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম প্রমুখ।
সাহানুর রহমান/এমবি