বিমান বিধ্বস্তে নিহত আফসানার দাফন সম্পন্ন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৮:১০

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলছাত্র ওহির মা আফসানা প্রিয়ার (৩০) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদীয়াশুলাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আফসানা প্রিয়া ওই গ্রামের ওহাব মৃধার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই দুপুরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে অভিভাবক কক্ষে অপেক্ষা করছিলেন আফসানা প্রিয়া। ক্লাস শেষে ছেলেকে নিয়ে বের হওয়ার আগে ছেলের স্কুলব্যাগ আনতে শ্রেণিকক্ষে প্রবেশ করেন আফসানা। ঠিক তখনই একটি বিমান বিদ্যালয় ভবনে বিধ্বস্ত হয়।
বিমান বিধ্বস্তের পরপরই ওহিকে জীবিত উদ্ধার করা হলেও আফসানা নিখোঁজ থাকেন। চার দিন পর বৃহস্পতিবার (২৪ জুলাই) ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার মরদেহ শনাক্ত করা হয়।
রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে মেদীয়াশুলাই পশ্চিমপাড়া হাফিজিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. দেলোয়ার হোসেন/এমবি