Logo

সারাদেশ

আনোয়ারায় যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৮:৫৮

আনোয়ারায় যুবলীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যুবলীগ ও সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ৮ নম্বর চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী চেয়ারম্যান বাড়ির আবু তৈয়বের ছেলে হুমায়ুন কবির (২৭)। তিনি দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। অপরজন হলেন ২ নম্বর বারশত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিমচাল গ্রামের মৃত ইউছুপের ছেলে মো. ছবুর (৪০)। তিনি বারশত ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর