Logo

সারাদেশ

সচিবালয়ের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ : নুর

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২১:৩৯

সচিবালয়ের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : বাংলাদেশের খবর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গার নিরাপত্তা সরকার যদি দিতে না পারে, তাহলে দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা কীভাবে দেবে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক বলেন, মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে পতিত সরকারের দোসররা ঢাকার রাজপথে নানা ধরনের নাশকতা ও অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত ছিল। তার একটি অংশ হিসেবে তারা কিছু শিক্ষার্থীর মধ্যে ঢুকে ছাত্রছাত্রীদের উৎসাহিত করে সচিবালয়ের দিকে নিয়ে গেছে। সচিবালয় ভাঙচুর করেছে। এর মধ্য দিয়ে সরকার ও প্রশাসনের একটি দুর্বল চিত্র আমাদের কাছে পরিষ্কার হয়েছে।

সরকারের পৃষ্ঠপোষকতায় এ দেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছিল, আবার সেগুলো হাওয়ায় মিশে গেছে উল্লেখ করে নুরুল হক আরও বলেন, পরশু দিনের আগে আপনারা দেখেছেন চারটি দলকে নিয়ে মিটিং করেছে। গণমাধ্যমে উপদেষ্টারা বলেছেন, তারা চারটি প্রধান রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছে। একটি দল যেখানে নিবন্ধনই নেই, সদ্য জন্মলাভ করেছে। কত দূর যায় বা কত দিন রাজনীতিতে টিকে সেটাই তো এখনো জানা নেই।’

ডাকসুর সাবেক ভিপি বলেন, আমরা মনে করি এনসিপিসহ সব রাজনৈতিক দলের প্রতি সরকার সমান আচরণ করবে। সবাইকে সমানভাবে দেখবে। এরই মধ্যে কোনো কোনো দলের সমাবেশে দেখা গেছে, জেলার বৃক্ষমেলা বন্ধ করে। পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের সমাবেশে আসতে বাধ্য করা হয়েছে। এটি নতুন বাংলাদেশের চিত্র হতে পারে না। এমন আচরণ আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি।

‘সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গার নিরাপত্তা সরকার যদি দিতে না পারে, তাহলে দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা কীভাবে দেবে’—বলেন নুরুল হক।

এর আগে ‘গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক সমাবেশে বক্তৃতাকালে কুমিল্লার কয়েকটি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করেন নুরুল হক। এর মধ্যে কুমিল্লা-২ আসনে নাজমুল হাসান, কুমিল্লা-৬ আসনে রাশেদুল হক রিয়াদ, কুমিল্লা-৭ আসনে গিয়াস উদ্দিন, কুমিল্লা-৯ আসনে আবদুল্লাহ, কুমিল্লা-৮ আসনে ফয়েজ উল্লাহ ও কুমিল্লা-৫ আসনে মোকাম্মেল হোসেন। এ সময় আগামী নির্বাচনে ৩০০ আসনেই ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন তিনি।

নুরুল হক বলেন, গতকাল ঢাকায় ৩৬ জুলাই স্মরণে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা এবং আজকের কুমিল্লার এই সমাবেশে আমাদের প্রার্থীদের পরিচয় করানোর মধ্য দিয়ে সারাদেশে আমাদের নির্বাচনী কর্মযজ্ঞ শুরু হলো।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ। এতে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন। সমাবেশে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও উপস্থিত ছিলেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর