ধামরাইয়ে বিএনপি নেতা ফটো মিয়ার স্মরণে দোয়া মাহফিল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৭:৫০
-6884344cca9d4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব ফটো মিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৬টায় বাথুলী হাফিজিয়া মাদ্রাসার মাঠে এই কর্মসূচির আয়োজন করে সুতিপাড়া ইউনিয়ন বিএনপি। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খান ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, ঢাকা জেলা বিএনপির সাবেক উপ-কোষাধ্যক্ষ সোহেল হায়দার চৌধুরী কবির, রোয়াইল ইউপি’র সাবেক চেয়ারম্যান আলীম মাস্টার, গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন, থানা মহিলা দলের সভাপতি আমেনা আক্তার কাউকাব, কৃষকদলের সাধারণ সম্পাদক সাউদ হোসেন এবং স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদিন প্রমুখ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।
এআরএস