Logo

সারাদেশ

কুষ্টিয়ায় ‘বিশ্বভরা প্রাণ’র গুণীজন সংবর্ধনা ও কবিতা পাঠ

Icon

কুষ্টিয়া

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৭:৫৭

কুষ্টিয়ায় ‘বিশ্বভরা প্রাণ’র গুণীজন সংবর্ধনা ও কবিতা পাঠ

ছবি : বাংলাদেশের খবর

আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’র কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে গুণীজন সংবর্ধনা, কর্মসংস্থান সহায়তা ও কবিতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের ধোঁয়া রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আশরাফ উদ্দিন নজু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তুলিকা বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে কবিতা পাঠ করেন সংগঠনের উপদেষ্টা সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি শিশিত কুমার বিশ্বাস, এ্যাড. সোহেলী পারভিন ঝুমুর, মুরাদ হোসেন, তিলোত্তমা বিশ্বাস, দরবেশ হাফিজ ও শ্রেয়সী রায়। সংগীত পরিবেশন করেন বিপ্লব মৈত্র ও শ্যামলী কুরী।

পরে ‘জ্ঞান সঙ্গী শিল্প সাহিত্য পুরস্কার–২০২৫’-এ ভূষিত হওয়ায় সংগঠনের সহ-সভাপতি ও আবৃত্তি শিল্পী শিশিত কুমার বিশ্বাস এবং সংগঠনের প্রতিষ্ঠাতা বিধান চন্দ্র রায়কে সংবর্ধনা দেওয়া হয়।

অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় বিধান চন্দ্র রায়ের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তাঁর বড় ভাই অ্যাডভোকেট সুভাষ চন্দ্র রায়।

সবশেষে কর্মসংস্থান সহায়তা হিসেবে সান্তনা আক্তারের হাতে একটি সেলাই মেশিন তুলে দেন আয়োজকেরা।

আকরামুজ্জামান আরিফ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর