Logo

সারাদেশ

কালিয়াকৈরে বিলে নৌকা উল্টে ৩ শিক্ষার্থী নিখোঁজ

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:০২

কালিয়াকৈরে বিলে নৌকা উল্টে ৩ শিক্ষার্থী নিখোঁজ

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকশ বিলে নৌকা ডুবে তিন কিশোর নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার বাঙ্গাল জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন কালিয়াকৈরের সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মো. শিমুল হোসেন, শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান এবং ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে মুহাম্মদ ইব্রাহীম হোসেন। তারা সবাই চলতি বছর এসএসসি পাস করেছে।

স্থানীয়রা জানান, সকালে ধামরাইয়ের শিমুলিয়া থেকে ইব্রাহীম বেড়াতে আসে খালার বাড়ি কালিয়াকৈরের সুরিচালায়। বিকেলে ইব্রাহীম, তার খালাতো ভাই শিমুল ও আরও তিন বন্ধু মিলে একটি ছোট নৌকায় করে মকশ বিলে ঘুরতে বের হয়। বিকেল চারটার দিকে হঠাৎ দমকা হাওয়ায় পানিতে ঢেউ উঠলে বাঙ্গাল জাঙ্গাল এলাকায় এসে নৌকাটি উল্টে যায়।

নৌকায় থাকা পাঁচজনের মধ্যে সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি তিনজন ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালালেও নিখোঁজদের খুঁজে পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘তিন কিশোর নিখোঁজ রয়েছে। ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।’

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলমও ঘটনাটি নিশ্চিত করেছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নৌ দুর্ঘটনা নিখোঁজ সংবাদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর