মিরসরাইয়ে বিএনপির দোয়া মাহফিল শেষে ফেরার পথে হামলা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:০৬
-688438220f94d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের স্মরণে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিরসরাইয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন।
সভায় সভাপতিত্ব করেন মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ আলম কমিশনার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কামরুল হাসান লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, জেলা কৃষক দলের সাবেক সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. জসিম উদ্দিন, এম এ মামুন, ইকবাল হোসেন মামুন, ছাত্রদল নেতা হোসাইন মাসুম, সালাহ উদ্দিন কাদেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তসলিম উদ্দিন।
আয়োজকদের অভিযোগ, অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন অনুষ্ঠানস্থলের ব্যানার ছিঁড়ে ফেলে এবং ছাত্রদলের আরিফ নামে এক কর্মীকে মারধর করে। এ ঘটনায় তীব্র নিন্দা জানান নেতারা।
এআরএস