Logo

সারাদেশ

ঢাকায় জাতিসংঘ অফিসের প্রতিবাদে পটুয়াখালীতে জমিয়তের মিছিল

Icon

পটুয়াখালী প্রতিনিধ

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:০৯

ঢাকায় জাতিসংঘ অফিসের প্রতিবাদে পটুয়াখালীতে জমিয়তের মিছিল

ছবি : বাংলাদেশের খবর

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম।

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজ শেষে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট মারকায মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বড় চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

জেলা জমিয়তে উলামায়ে ইসলাম পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হক কাওসারীর সভাপতিত্বে মিছিলে বক্তব্য দেন মাওলানা উবাইদুল্লাহ ফারুক, মাওলানা আবু জাফর ও আবুল বাসার কাসেমীসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, ‘জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র তৌহিদি জনতা মেনে নেবে না।’

তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে এই চুক্তি থেকে সরে আসার আহ্বান জানান।

মোজাহিদুল ইসলাম নান্নু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ জাতিসংঘ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর