Logo

সারাদেশ

সাভারে শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:১৩

সাভারে শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা হাজী মোতালেব বেপারী। ছবি :সংগৃহীত

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী নাফিসা হত্যাকাণ্ডের মামলায় আওয়ামী লীগ নেতা হাজী মোতালেব বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি পাথালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং মৃত মোসলেম বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট সাভারের ল্যাবজোন হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া নাফিসা নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরে তার পরিবার মামলা দায়ের করে। মামলার এজাহারভুক্ত আসামি হাজী মোতালেব ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক মোস্তাকিম বিল্লাহ বলেন, ‘নাফিসার পরিবার যে হত্যা মামলা করেছে, গ্রেপ্তার মোতালেব সেই মামলার এজাহারভুক্ত আসামি। তাকে শনিবার আদালতে পাঠানো হবে।’

আরিফুল ইসলাম সাব্বির/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর