মির্জাপুরে টনসিল অপারেশনের পর শিশুর মৃত্যু, অ্যানেস্থেশিয়া নাকি চিকিৎসকের ভুল?

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:২৩
-68843c26c88d3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি ক্লিনিকে টনসিল অপারেশনের পর তাসরিফা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ জুলাই) মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অপারেশনের পরপরই শিশুটির খিচুনি শুরু হয়।
পরিবারের অভিযোগ, ক্লিনিকের নার্সদের জানানো হলেও তারা তা ‘স্বাভাবিক’ বলে অবহেলা করেন। কিছুক্ষণ পর শিশুটি নিস্তেজ হয়ে পড়লে তাঁকে কুমুদিনী হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসক জানান, শিশুটি অনেক আগেই মারা গেছে।
তাসরিফা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাচুটিয়া গ্রামের পারভেজ আহমেদের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির মৃত্যুর পর পরিবারের সদস্যরা ক্লিনিকে ফিরলে কর্তৃপক্ষ পালিয়ে যায় এবং মৃত ঘোষণা করতে দীর্ঘ সময় নেয়। অভিযুক্ত ক্লিনিকের পরিচালক মোস্তফা মিয়া একাধিকবার পরস্পরবিরোধী তথ্য দিয়েছেন বলে জানা গেছে।
অপারেশনকারী চিকিৎসক ডা. এম এম বিল্লাহ দাবি করেন, অপারেশন ঠিকভাবে হয়েছে এবং মৃত্যু হতে পারে অ্যানেস্থেশিয়ার কারণে। তবে সংশ্লিষ্ট অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. সাইফ আব্দুল্লাহ এ বক্তব্য অস্বীকার করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এই ক্লিনিকের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ থাকায় জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
রাব্বি ইসলাম/এআরএস