Logo

সারাদেশ

তেঁতুলিয়া নদীতে পড়ে তরুণ মাছ ব্যবসায়ী নিখোঁজ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৪

তেঁতুলিয়া নদীতে পড়ে তরুণ মাছ ব্যবসায়ী নিখোঁজ

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে মাছ ধরার ট্রলার থেকে পড়ে মোহাম্মদ ইমরান (২০) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের মুন্সিবাড়ি নদীসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ইমরান চন্দ্রদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সালাম শরীফের ভাই ও মনির শরীফের ছেলে। পারিবারিকভাবে মাছ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরান সকালে নিমদী ঘাট থেকে মাছ ধরার একটি ট্রলারে করে বরফ আনতে কালাইয়া বন্দরের উদ্দেশে রওনা দেন। পথে উত্তাল ঢেউয়ের তোড়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে তেঁতুলিয়া নদীতে পড়ে যান।

ঘটনার পর স্থানীয়রা এবং স্বজনরা রাতভর নদীতে তল্লাশি চালালেও এখনো তার সন্ধান মেলেনি।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘কালাইয়া নৌ পুলিশ ফাঁড়িকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিখোঁজ সংবাদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর